সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধায় সাহেবগঞ্জ বাগদা ফার্মে জমি পুনরুদ্ধার, ৩ সাঁওতাল হত্যার বিচারসহ ১৬দফা দাবিতে সাঁওতালরা বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান করেছে।

আজ বুধবার (১৮ই) মেদুপুরে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বারের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মোনা,আদিবাসী নেতা ফিলিমন বাস্কে প্রিসিলা মুর্মূ, স্বপন শেখসহ অন্যরা।

বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রালয়, ভূমি কমিশন গঠন ও রাজশাহীতে সেচের পানি না পাওয়া দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচারসহ ১৬ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাঁওতাল নেতারা।

সুমন/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর