গাইবান্ধায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ২০২১ সালের শিক্ষানীতি বাস্তবায়ন, বাড়ি ভাড়া, চিকিতসাভাতা, পূর্নাঙ্গ উতসব ভাতা প্রদানসহ বাককিশিস এর ১১দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে শহরের ডিবি রোডে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি( বাকবিশিস), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), গাইবান্ধা জেলা শাখার সভাপতি নিয়ামুল আহসান পামেল, সুন্দরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মাহাদী রাসেল, প্রভাষক ফেরদৌস হাসান, সহ-অধ্যাপক এটিএম মর্তুজাসহ অন্যরা।

বক্তারা সরকারকে অবিলম্বে বাকবিশিস এর ১১দফা দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।

সুমন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর