লালমনিরহাটে বোরো ধান সংগ্রহ শুরু

লালমনিরহাটে উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৮ মে) সকালে লালমনিরহাট সদরের চেম্বার ভবনে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।

জেলা খাদ্য কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ মেট্টিক টন। সরকারিভাবে প্রতি কেজি চাল ৪০ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম, সহকারী কমিশনার (ভূমি) সদর,রুবেল রানা, পৌর মেয়র , রেজাউল করিম স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাখওয়াত হোসেন সুমন খান।

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এছাড়া জেলার বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিল।

জেলার চুক্তিবদ্ধ চালকল মালিকরা নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবেন।

মিজানুর/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর