‘বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না কারণ, বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দেয়’

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে বরং ঋণ দেয়। যারা অপপ্রচার করছেন এগুলোর কোনো ভিত্তি নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে সারা বিশ্বের উন্নয়নের রোড মডেল হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ মে) মালয়েশিয়া যুবলীগের উদ্যেগে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীরা ভিভিআইপি রেমিট্যান্স যোদ্ধা। তাই বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধ করতে হবে এবং তাদের সাথে ভালো আচরণ করতে হবে।

মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির ও মাসুদুল আলম রনির সঞ্চালনায় বাবলা মজুমদার বাবুর সভাপতিত্বে (ভার্চ্যুয়ালী) প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক সাফেক আশফাক আকন্দ।

আলোচনা সভার উদ্বোধনী ভাষণ (ভার্চ্যুয়ালী) প্রদান করেন মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল আলম রনি, মুজিবুর রহমান বাবু, যুবলীগ নেতা শেখ জহির, মনির দেওয়ান, আশরাফুজ্জামান রনি, রাসেল খান, কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগ এর সভাপতি রিসাদ-বিন আবদুল্লাহ হৃদয়,সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, সেলাঙ্গর প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেন রানা, সহ-সভাপতি আল-আমিন ডাঃ আবুল কালাম, আনিসুর রহমান স্বপন, যুবলীগ নেতা রেজাউল করিম, রিপন হোসেন, জামির হোসেন, মো. রহমতুল্লাহ, নাদিম খান, লাল্টু, আতিকুর রহমান, জুনায়েদ হোসেন কাজল, লুৎফর রহমান, ইমরান হোসেন সোহাগ।

আশরাফুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর