ফটিকছড়ির ভূজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন জমা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে (১৭মে) চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীসহ সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে নৌকার প্রতিকের প্রার্থী একজন এবং স্বতন্ত্র পদে ৫ জন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইব্রাহিম তালুকদার, স্বতন্ত্র পদে এসএমএইচ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, তাপস চন্দ, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ বেলাল উদ্দিন।

নির্বাচনের রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন, মনোনয়ন জমাদানের শেষ দিনে সকল প্রার্থীরা সুষ্ঠুভাবে মনোনয়ন পত্র জমাদান করেছেন। প্রথমভাবের মতো ভূজপুর ইউপিতে ইবিএমে সকল কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ইবিএম সুষ্ঠু নির্বাচনের একটি অংশ, আশাকরি সকলের সহযোগিতায় আগামী ১৫ জুন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

উল্লেখ যে, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন। ফটিকছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ভূজপুরে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে

ইউসুফ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর