মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজধানীর শ্যামলির স্পেশালাইজ হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান মির্জা ফখরুল।

এ সময় চিকিৎসকের কাছে থেকে আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। গত দুই দিন ধরে পেটের অসুখে শরীর খারাপ হলে আজ ভোরে শ্যামলীর স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।

এর আগে গত ১৪ মে বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় মারাত্মকভাবে আহত হন নাটোর জেলা ছাত্রনেতা এস এম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমন। তাদেরকেও দেখতে শ্যামলী পঙ্গু হাসপাতালে যান তিনি। এ সময় দলটির মহাসচিবের সঙ্গে ছিলেন নাটোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু।

এ ছাড়া গতকাল ১৬ মে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। চিকিৎসক ও ডক্টর আব্দুল মঈন খান অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর