চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের কারাদণ্ড

চট্টগ্রামে মাদকের একটি মামলায় দুইজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ মে) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে উক্ত রায় দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুবুনিয়া এলাকার হোসেন আহম্মেদের ছেলে মোঃ শফি এবং একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আবছার উদ্দীন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের ঢাকা হোটেল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

পরে কোতোয়ালী থানায় মাদকের মামলায় হয। আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মোঃ শফি ও আবছার উদ্দীন নামে দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

হুমায়ুন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর