বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ মে) ভোরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বিএনপির এই নেতা। আজ অবস্থা অবনতি হওয়ায় ভোরে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শায়রুল।

এ বিষয়ে মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, গত দুই দিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বারবার বমি হচ্ছিল। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

তিনি আরও বলেন, এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ মুখে কোনো খাবার খেতে পারবেন না।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর