সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উৎযাপনে প্রস্ততিমূলক কর্মশালা

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উৎযাপনে প্রস্ততিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) উপজেলা দরবার হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) সৈয়দ জাহিদ হাসান, একাডেমিক সুপার ভাইজার নির্মল চন্দ্র মৃধা, বিশ্ব জাকের মঞ্জিল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ খান, আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনিস্টিউটের সহকারী শিক্ষক(ইংরেজি) ফাতেমা জাহান নিপা প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২ দিন ব্যাপি ইংরেজি বক্তব্য, ইংরেজি রচনা, বাংলা কবিতা আবৃতি, বিতর্ক, নির্ধারিত রচনা, সংগীত ও নৃত্য প্রতিযোগীতার এক প্রস্তুতিতিমূলক কর্মশালার আয়োজন করা হয়।

শিশির/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর