নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগে কসাইকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগে আকরাম মিয়া (৩৮) নামের এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬মে) দুপুরে নবীনগর পৌর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন। আকরাম নবীনগর পৌরসভার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন। তিনি জানান, অভিযান চলাকালে এক ব্যবসায়ীর কাছে থাকা মাংস খাওয়ার অনুপযোগী বলে জানান ভ্যাটেনারি সার্জন। পরে মাংস বিক্রেতা অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আক্তারুজ্জামান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর