মঠবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রের আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের সোহাগ (১০) নামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রিপন মুন্সীর পুত্র।

মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে সোমবার (১৬ মে) সকালে ওই স্কুল ছাত্র আত্মহত্যা করে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহাগ ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চায়। টাকা দিতে না পারায় ঘরের আসবাবপত্র ভাংচুর চালায়। এ সময় তার অসুস্থ মা ছেলেকে নিবৃত্ত করতে গিয়ে ব্যর্থ হয়। তখন মা উপায়ন্তর না পেয়ে সোহাগকে থামাতে পাশের বাড়ি তার চাচাকে ডাকতে যায়। তারা এসে দেখে সোহাগ আত্মহত্যা করেছে।

থানা পুলিশ খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। মঠবাড়িয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ রিয়াজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর