সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আপন দুই খালাতো ভাই এর মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৫ মে) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তারা দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে মৃত্যুের পারিবারিক সূত্রে জানা যায়।

মৃত দুজন হলেন, হরিপুরের ড.ওসমান গনির ছেলে সাদ -ইবনে ওসমান (২৫)। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বি,বি,এ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। অপরজন নেকমরদ করিগরী কলেজের নহেদ প্রেন্সিপালের বড় ছেলে নোয়াজিস তাসিন (১৫)। সে রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষার্থী ছিল। মৃত সাদ -ইবনে ওসমান ও নোয়াজিস তাসিন আপন দুই খালাতো ভাই।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাসিনের মাসহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজেস্ব প্রাইভেটকারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়। ঐ পাম্পে তেল নিতে আসা মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌঁচ্ছে নেয়ার পথে পিছন দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ দুই খালাতো ভাই একসাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।

মৃতের মরদেহ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হহয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না সড়ক দুর্ঘটনায় আপন খালাতো ভাই এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

বাপ্পি/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর