উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছি : ভিপি সফিক

সিলেটের গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি সফিক উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মে) দুপুর ১ টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইলে তার নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সফিক উদ্দিন সাংবাদিকদের জানান, ‘উন্নয়নের লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছি। আমি স্কুলে পড়ালেখার সময় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে যুবলীগ প্রতিষ্ঠা করি। এরপর সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এখন আওয়ামী লীগের আহবায়কের দায়িত্বে রয়েছি।’

তিনি বলেন- ‘নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থী রয়েছেন। উপজেলার সর্বস্থরের মানুষ চান আমি নির্বাচন করি। তাই সকলের ভালবাসা, সমর্থন, সহযোগিতা নিয়ে আমিও নির্বাচনে প্রার্থী হয়েছি।’

তিনি আরো বলেন- ‘উপজেলার মানুষ আমাকে যথেষ্ট ভালবাসে। সব সময় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও জনপ্রতিনিধি হয়ে থাকতে চাই। শেষ পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ধরণের হানাহানি, সংঘাত, কারচুপি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

এছাড়াও তিনি অপর প্রার্থীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ‘উপজেলার মানুষকে এ বার্তাটি দিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এসময় গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাহিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর