দুর্গাপুরে ভোজ্যতেল বেশি দামে বিক্রি ও মজুদ রাখায় জরিমানা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুর্গাপুর বাজারে ভোজ্যতেল মজুদ পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যৌথ অভিযান পরিচালনা করে।

রোববার (১৫ মে দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। এ সময় মোতালেব অয়েল মিলকে ৩৪০ লিটার বোতলজাত তেল খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একইদিনে দুর্গাপুর পৌর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম অভিযান চালান। এ সময় পৌর বাজারের দীপ্ত এন্টারপ্রাইজ নামীয় রবি ঘোষের ডিলার পয়েন্টে সয়াবিন তেলের অবৈধ মজুদের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উদ্ধারকৃত ১১৮ লিটার তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বোতলের গায়ের রেট অনুযায়ী বিক্রি করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।

রাজেশ গৌড়/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর