দেশের ট্যাক্স সিস্টেমকে বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দায়ী করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপলক্ষে শনিবার (১৪ মে) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানি খাত বড় হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের ট্যাক্স সিস্টেম ব্যবসাবান্ধব নয়। যেটা ব্যবসায়ীদের জন্য জুলুম। আইন করেই এটা করা হয়েছে। এটা বিনিয়োগের জন্য বড় বাধা। এর পরিবর্তন দরকার।
বার্তাবাজার/এম আই