অস্ট্রেলিয়ার ক্রিকেট থেকে ঝরে যাচ্ছে এক এক করে তারকা ক্রিকেটারেরা। শেন ওয়ার্ন ও রড মার্শের পর আরেক সাবেক তারকা ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডস।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্সভিল শহরে গতকাল রাতে এই দুর্ঘটনাটি ঘটে। ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করছে ক্রিকেট বিশ্ব।
জানা গেছে, দুর্ঘটনার পর গাড়িটি পড়ে যায়। আর এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যান সাইমন্ডস।
অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ১৯৮টি ওয়ানডে খেলেন সাইমন্ডস। মারকুটে ৪৬ বছর বয়সী এই ব্যাটার অস্ট্রেলিয়ার ২টি বিশ্বকাপও জিতেছেন।
বার্তাবাজার/এম আই