গোলাপগঞ্জে উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন মঞ্জুর শাফি চৌধুরী

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

এর আগে গত রোববার উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের ১০জন নেতা নৌকার মনোনয়ন পেতে প্রস্তাব পেশ করেন। পরে তৃণমূলের ঐক্যমতের ভিত্তিতে নৌকার প্রার্থী নির্বাচন না হওয়ায় এই ১০জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

নৌকার মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ।

উল্লেখ, গত ২৯ জানুয়ারি প্রয়াত হন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। তাঁর মৃত্যুতে উপজলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এই শূন্য পদে আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন।

ফাহিম/বার্তাবাজার/এম.এম

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর