সাভারে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দগ্ধ পাঁচ

ঢাকার সাভারে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে চালক ও পথচারীসহ ৫ জন দগ্ধ হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসষ্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার খান্দারপাড়া গ্রামের বাদল শেখের ছেলে মোঃ আরমান শেখ (২২)এবং চায়ের দোকানি বিল্লাল হোসেন (২৬)। গুরুতর আহত অবস্থায় একজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দগ্ধ আরমান শেখের বাবা বাদল শেখ জানান, দুপুরে আমার ছেলে জোরপুল বাসষ্ট্যান্ডে বসে চা খাচ্ছিলো। এসময় দোকানের সামনে থাকা একটি সিএনজি’র সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এঘটনায় আমার ছেলেসহ দোকানে বসে থাকা সিএনজি’র চালকসহ কমপক্ষে ৫ জন অগ্নিদগ্ধ হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব জানা, অগ্নিদগ্ধ হয়ে একজন রোগী আমাদের হাসাপাতালে ভর্তি হয়েছে। তার শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি দেয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর