আরব আমিরাতের পর্যটন দূত মেসি

সারা বিশ্বের কিংবদন্তী ফুটবল তারকা লিওনেল মেসিকে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে ঘোষণা করা হয়েছে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী পিএসজি তারকা তিনি। সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব দূত হিসেবে উনার নাম ঘোষণা করেন।

এই প্রঙ্গে এক টুইট বার্তায় সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব বলেন, ‘মেসি ও তার বন্ধুদের সৌদিতে স্বাগত। আপনাকে নিয়ে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ ও আমাদের সমৃদ্ধ ইতিহাস জানাতে অপেক্ষা করতে ইচ্ছে করছে না। সৌদিতে এটাই লিওর প্রথম ভ্রমণ নয়, শেষবারও নয়। আনন্দের সঙ্গে আমি মেসিকে সৌদি পর্যটনের দূত ঘোষণা করছি।’

আরব আমিরাতে সমুদ্রসৈকতের পাশে বসা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লিওনেল মেসি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সৌদিতে রেড সি আবিষ্কার করছি।’ সেই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে তিনি লিখেছেন, #VisitSaudi”।

এই নিয়ে চতুর্থবারের মতো সৌদি আরব সফরে গেলেন মেসি। পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে সাদরে বরণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্বদেশী পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসসহ আরও অনেকে

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর