‘সাকিবের ব্যাপারটা কারো সঙ্গেই মিলে না’

বাংলাদেশ ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমই তিন ফরম্যাটে খেলে থাকেন। বাকি দুইজনের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর ও তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলছেন না। এরমধ্যে সাকিব ও মুশফিকেরও টানা তিন ফরম্যাটে খেলা এবং একইসঙ্গে পারফর্ম করা কিছুটা কঠিন বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।এজন্য বিসিবি বস চাইছেন সিনিয়র ক্রিকেটেররা নিজ থেকে সিদ্ধান্ত নিক কে কোন ফরম্যাটে মনোনিবেশ করবেন।

কিন্তু কেউ যদি নিজ থেকে না সরে দাঁড়িয়ে সব ফরম্যাটে খেলতে চায়, সেক্ষেত্রে বোর্ড নিজেই সিদ্ধান্ত নেবে। তবে এসবের মধ্যেও নাজমুল হাসান মনে করছেন, সাকিবের ব্যাপারটা কারো সঙ্গেই মিলে না। আজ (৮ মে) বোর্ডে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন পাপন।

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিসিবি বস বলেন, ‘আমাদের এই প্লেয়ারগুলোকে আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নেক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

এরপর বিসিবি বস আরও যোগ করেন, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা-ভাবনা জানা যাবে, ও কি চিন্তা-ভাবনা করছে, আমরা জানতে পারবো।’

এরপরই সাকিবের প্রসঙ্গ টেনে নাজমুল হাসান বলেন, ‘সাকিবের ব্যাপারটা কারো সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলা কঠিন, দলের সব ফরম্যাটে সবাই তাকে চায়, কিন্তু ওকে পাওয়াটা হচ্ছে কঠিন। আমরা আসলা নিজেরাই জানি না যে, সে কোনটা খেলবে কোনটা খেলবে না। এটা বলাটা কঠিন আমাদের জন্য। ওর সাথে আমি যখন কথা বলি, তখন মনে হয়, সবগুলো খেলতে চায়। কিন্তু খেলা আসলে দেখা যায়, কিছু না কিছু সমস্যা আছে। অবশ্য সব যৌক্তিক।’

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর