দৌলতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ভোট কারচুপি, কেন্দ্রে যেতে বাধা বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ালীগের
দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জালভোট, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, এজেন্টদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগে তারা ভোট বর্জন করে।

বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান (ঘোড়া) ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল কাদের (আনারস)।

ওই উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাজা।

আমিনুর রহমান জানান, সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই উপজেলার সমেতপুর, জিয়নপুর, চকমিরপুর, জৈন্তা, বাঁচামারাসহ কয়েকটি কেন্দ্রে জালভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার হয়েছে। যে কারণে তিনি এবং আরেক প্রার্থী আব্দুল কাদের ভোট বর্জন করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর