কটিয়াদীতে নির্বাচন স্থগিত, এএসপি-ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে কিশোরগঞ্জের এএসপি মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানান কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম।

এসপি মাশরুকর রহমান খালেদ বলেছেন, ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে এএসপি ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

সকাল ৮টায় কটিয়াদী উপজেলার ৮৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে চান্দপুর ইউপির বেশ কিছু কেন্দ্রে রাতেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর পর পথমে ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে এএসপি ও ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর