সবাইকে পেছনে ফেলে এখন এক নম্বর ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের মিশনে বরাবরই সবার উপরে ছিলো ব্রাজিল। তবে, একটু পিছিয়ে ছিলো বিশ্ব র‌্যাংকিংয়ে। এবার সেই আক্ষেপটাও ঘুচলো ব্রাজিলের। ছয় দিনের ব্যবধানে দুটি বড় জয়ে এক নম্বর র‌্যাংকিংধারী দল এখন ব্রাজিল।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়াকে হারিয়ে ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেলো ব্রাজিল। মার্চের প্রকাশিত তালিকায় বেলজিয়ামকে সরিয়ে এক নম্বর র‌্যাংকিংধারী দল এখন ব্রাজিল।

২০১৮ সাল থেকে টানা চার বছর এক নম্বরে ছিল বেলজিয়াম। তবে, তাদের মসনদে থাবাটা মারলো এবার ব্রাজিল। তাদের দুই নম্বরে নামিয়ে শীর্ষে সেলেসাওরা। সেরা দশে আর একটি পরিবর্তন। ১২তম স্থান থেকে তিন ধাপ এগিয়ে নয় নম্বরে মেক্সিকো। ডেনমার্ক দুই ধাপ পেছনে পড়ে ১১তম।

সেরা পাঁচে অন্য তিনটি দল যথাক্রমে ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ দুই ধাপ নিচে নেমেছে। ১৮৬ নম্বর থেকে ১৮৮-তে তারা।

বার্তাবাজার/না. সা.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর