সাত খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে আইপিএল শুরু করলো রাজস্থান

এক, দুই বা তিন নয় এক সাথে সাত জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে আইপিএলের নতুন আসরে যাত্রা শুরু করলো রাজস্থান রয়্যালস। তবে, আরেকটি বিষয় হলো আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটিতে বিদেশি খেলোয়াড়ও আছেন একজন কম।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে, বিদেশি কোটা পরিপূর্ণ আছে সানরাইজার্সের।

রাজস্থান দলের হয়ে প্রথমবারের মতো খেলতে নামছেন- শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, রবিচন্দ্রন অশ্বিন, ইয়ুজভেন্দ্র চাহাল, নাথান কাউল্টার নাইল, ট্রেন্ট বোল্ট ও প্রাসিধ কৃষ্ণা। অন্যদিকে হায়দরাবাদ একাদশে থাকা রোমারিও শেফার্ড প্রথমবারের মতো আইপিএল খেলতে নামছেন।

রাজস্থান রয়্যালস একাদশ: যশবি জাসওয়াল, জস বাটলার, দেবদূত পাডিকাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নাথান কাউল্টার নাইল, ইয়ুজভেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রাসিধ কৃষ্ণা।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসুই নাটরাজন ও উমরান মালিক।

বার্তাবাজার/না. সা.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর