চেন্নাইকে টপকে আইপিএল ইতিহাসের রেকর্ডে পাঞ্জাব

উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল শুরু করল পাঞ্জাব কিংস। টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর ৮ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওডিন স্মিথ। আর এতেই ১৯ ওভারে ২০৬ রানের বিশাল লক্ষ্যকেও ছুয়ে ফেলে তারা।

এনিয়ে চতুর্থবার দুইশর বেশি টার্গেটে নেমে ম্যাচ জিতল পাঞ্জাব যা আইপিএল ইতিহাসে একটি রেকর্ড।

দুইশ ছাড়ানো লক্ষ্য সবচেয়ে বেশিবার অতিক্রম করা দল এখন পাঞ্জাব। এই ম্যাচ জিতে পাঞ্জাব পেছনে ফেলেছে চেন্নাইকে। এই ম্যাচের আগে পাঞ্জাব ও চেন্নাই দুই দলই তিনবার করে দুইশর বেশি লক্ষ্য ছুঁয়েছিল। রোববার রাতে এই রেকর্ডে একক আসন দখল করল পাঞ্জাব।

দুইবার করে এই কীর্তি গড়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

পাঞ্জাব আগামী শুক্রবার পরের ম্যাচ খেলবে ওয়াংখেড়েতে। আর বেঙ্গালুরুর ম্যাচ কলকাতার বিপক্ষে বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

বার্তাবাজার/না. সা.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর