বগুড়ার শেরপুরের খন্দকার টোলার গেট এলাকায় ট্রাকের ধাক্কায় আজ শনিবার রাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যায়।
জানা যায়, শেরপুর শহরতলী চকপোতা দুবলাগাড়ি গ্রামের বেরোজ আলীর ছেলে শফিকুল ইসলাম ২৩ মার্চ শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের খন্দকার টোলা এলাকায়র বগুড়াগামি ১০ চাকার একটি ট্রাক (চট্টো মেট্টো-ঢ ৮১-০৯৬৮) পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মার যায়।
পরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে মহাসড়কের উপর থেকে লাশ উদ্ধার করে থানা পলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানায় অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।