ঘুমানোর আগে পানি পানে হতে পারে যে বিপদ

বলা হয় পানির অপর নাম জীবন। তবে, আপনার ভুলে এটি মরণেরও কারন হতে পারে। ডাক্তারদের মতে শরীর সুস্থ ও সুন্দর রাখতে বিকল্প নেই পর্যাপ্ত পানি পানের৷ সারাদিনে অন্তত তিন থেকে চার লিটার পানি পানে শুধু শরীরই সুস্থ থাকে না, সুন্দর রাখে ত্বকও।

তবে, রাতে ঘুমানোর আগে পানি পানে হতে হতে পারে হিতে বিপরীত। দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। চলুন জেনে নেই, কেন রাতে ঘুমানোর আগে পানি পান করবেন না-

১. ঘুমানোর আগে অতিরিক্ত পানি পানে অতিরিক্ত মূত্রও তৈরি হয়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে। ফলে পুরোপুরি বিশ্রাম হয়না।

২. স্বল্প ঘুম, বার বার জেগে ওঠা, শৌচাগারে যাওয়া ইত্যাদি কারণে হৃদযন্ত্রের গতি বেড়ে যেতে পারে। এতে করে বেড়ে যায় রক্তচাপও। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

৩. ঘুমের মাঝে কিডনি স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে কাজ করে। ঘুমানোর ঠিক আগে পানি পানে কিডনির ওপর প্রচুর চাপ পড়ে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে কিডনির রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়া অতিরিক্ত পানি পানে অনেক সময় হাত পা ফুলে যাওয়ার সমস্যাও হয়ে থাকে। তাই ঘুমের ঠিক আগে পানি পান না করাই ভালো। অন্তত ঘন্টাখানেক আগে পানি পান করে ঘুমাতে যাওয়া উত্তম।

বার্তাবাজার/ না. সা.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর