আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে নটরডেম বিশ্ববিদ্যালয়ের ইনডোরে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৪৫-৭০ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ইবি বাস্কেটবল দল চ্যাম্পিয়ন হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের অধিনায়ক সিদরাতুলমুনতাহা সঙ্গীত সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে অতীতের ন্যায় ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের এ সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য গত ২০মার্চ দেশের ১২টি সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা সেশন-২ শুরু হয় বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর