রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ফেসবুকের

ইউক্রেন ও রাশিয়ার সেনাদের মধ্য ব্যাপক সংঘর্ষ চলছে। এই পরিস্থিতির মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আনলো জনপ্রিয় যোগাযোগমাধ্যম ফেসবুকের কর্তৃপক্ষ। এতে মস্কো’র ফেসবুক থেকে আয় প্রায় বন্ধ।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকের নিরাপত্তাবিষয়ক পলিসি প্রধান নাথানিয়েল গ্লিচার টুইট বার্তায় এসব জানান। তিনি বলেন, ফেসবুকে কোনো সংবাদ সংক্রান্ত বিজ্ঞাপন থেকে মস্কো আয় করতে পারবে না। ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ফেসবুক বিশেষ অপারেশন সেন্টার স্থাপন করেছে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে যে, কনটেন্টের ফ্যাক্ট চেকিংয়ে বাধা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর