সাতক্ষীরায় সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক জহুরুল হককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মোহাম্মদ আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, শরীফুল্লাহ কায়সার সুমন, আব্দুল জলিল, আহসান রাজিব, রঘুনাথ খাঁ, আব্দুল মতিন, ফারুক রহমান প্রমুখ।
মানববন্ধনে উন্নয়নের অভিযাত্রায় বর্তমান সরকারের নানামুখী সাফল্যগাঁথা কার্যক্রম তুলে ধরেন সাংবাদিকরা।

তারা বলেন, জনমত গঠনে সাংবাদিকদের সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সরকারের কোন কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরতে গেলেই সাংবাদিকদের নামে দেওয়া হচ্ছে হয়রানীমূলক মামলা। যা স্বাধীন দেশের মুক্ত গণমাধ্যমের জন্য চরম হুমকি।

সাংবাদিকদের হয়রানি করতে এবং স্বাধীন সাংবাদিকতার কন্ঠ স্তব্দ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে।
সাংবাদিকদের নামে হয়রানী ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিক জহুরুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিকরা।

বার্তাবাজার/আর এম সা/ শেখ শাওন আহমেদ সোহাগ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর