৭ রাজ কাঁকড়া সমুদ্রে অবমুক্ত

বরিশালের পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার কাছাকাছি ভারানী খালের তীর থেকে বিরল প্রজাতির এক আহত সাতটি রাজ কাঁকড়া উদ্ধার করে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক চিকিৎসা শেষ করে সৈকতের ঝাউবাগান পয়েন্টের কাছে এসব কাঁকড়া অবমুক্ত করা হয়। এর আগে ভারানীর খালে জেলেদের পাতা একটি জাল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিস।

ওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আজ শনিবার সকালে একটি গবেষণার কাজে গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় পথে কিছু আহত কাঁকড়া উদ্ধার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে এটি খুবই মূল্যবান প্রাণী সম্পদ। ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

বার্তাবাজার/আ এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর