নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ!

সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। বর্তমান সময়ে প্রায় সিংহবাগ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে। আর ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটি ফেসবুকের মতো কভার ছবি দেওয়ার সুবিধা আনছে।

হোয়াটসঅ্যাপের ডেভেলপমেন্ট ট্র্যাকার ওয়েবিটাইনফোতে দেখা গেছে। ওয়েবিটাইনফো জানায়, ফিচারটি চালু হলে ব্যবহারকারী নিজের ইচ্ছামতো ছবি কভার ফটো হিসেবে দিতে পারবে। ওয়েবিটাইনফোর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, ব্যবহারকারীর সেটিংসে একটি ক্যামেরা বাটন চালু করার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ছবি নির্বাচন করতে পারবেন বা একটি নতুন ছবি তুলে কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন।

যখন কন্টাক্ট লিস্টের অন্য কোনও ব্যবহারকারী একজনের প্রোফাইল দেখতে যাবেন, তখন তিনি তার প্রোফাইল ছবির সঙ্গে কভার ছবি ও স্ট্যাটাস দেখতে পারবেন।

কভার ছবি সেট করার সুযোগটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের জন্য তৈরি করা হচ্ছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর