বড় আসরে বাংলাদেশী

ক্রিকেট বা ঝিঁঝিঁপোকা। ব্রিটিশ উপনিবেশের খেলা বলা হয়ে থাকলেও হালের বিশ্বপ্রজন্ম একে গ্রহন করেছে বৈশ্বিক একটা মর্যাদায়। একটা সময় ছিলো যখন ক্রিকেট কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশসমূহ ব্যাতিত আর কেউ খেলতো না। সময়ের অপচয় রোধে জার্মান শাসক হিটলার জার্মানিতে ক্রিকেট নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন। সে অনেককাল আগের কথা। এরপর পৃথিবীতে অনেকগুলো শিল্পবিপ্লব হয়েছে। ইংল্যান্ড অষ্ট্রেলিয়ার সাম্রাজ্যে হানা দিয়ে ক্রিকেটের প্রধান বাজার এখন ভারতীয় উপমহাদেশ। সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল।

অর্থের ঝনঝনানি কিংবা ব্যাবসায়িক দৃষ্টিতে ভারতে ক্রিকেট এখন খেলার চাইতেও বড় একটা জায়গায় গিয়ে পৌছেছে। বড় বড় ব্যাবসায়িক গ্রুপের মালিকানায় থাকা শতশত কোটি টাকার ফ্র্যাঞ্জাইজিগুলো থাকে ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএল এর নেপথ্যে। কালের পরিক্রমায় ভালো খেলোয়াড় দের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই টুর্নামেন্ট।

বৈশ্বিক ক্রেজ, বড় প্ল্যাটফর্ম আর বিশাল একটা স্টেজে নিজেকে প্রমাণিত করার উপলক্ষ এসে হাজির হয় কিছু কিছু খেলোয়াড়দের কাছে।

উপমহাদেশে বাংলাদেশই একমাত্র দল যাদের মহাদেশীয় কিংবা বৈশ্বিক কোন ট্রফি নেই। তবে দল হিসেবে বিশ্বকে না কাপালেও যুগে যুগে বাংলাদেশের মাটিতেও এসেছে প্রতিভাবান অনেক খেলোয়াড় যারা আইপিএলের মঞ্চে ডাক পেয়েছেন বারংবার। হালের সাকিব মুস্তাফিজ বন্দনার বাইরে এসে আমরা আজ দেখবো কারা সেই অগ্রজ যারা পথ দেখিয়েছিলো এই মঞ্চে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করতে।

আব্দুর রাজ্জাক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে উইকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান আব্দুর রাজ্জাক যে বাংলাদেশের প্রথম কোন খেলোয়াড় যিনি কিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ডাক পেয়েছিলেন এটি অনেকেরই অজানা। ২০০৮ সালে অনুষ্ঠিত আইপিএলের প্রথম আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রথম বাংলাদেশী হিসেবে অভিষেক হয় তার। রাজস্থান রয়ালস এর বিপক্ষে হতাশাজনক ২ ওভারে ২৯ রানের স্কোরবোর্ড তাকে আসরের আর কোন ম্যাচে মাঠে নামার প্রতিবন্ধকতা সৃষ্টির নেপথ্যে বেশ ভালোভাবেই কাজ করেছিলো।

মোহাম্মদ আশরাফুলঃ এক সময়ে বাংলাদেশের আশার ফুল হিসেবে বিবেচিত টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলের আইপিএল অভিষেক হয় ২০০৯ সালে। তৎকালীন দিল্লীর ফ্র্যাঞ্জাইজি দিল্লী ডেয়ারডেভিলস এর বিপক্ষে শচীন টেন্ডুলকারের অধীনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক ঘটে তার। আব্দুর রাজ্জাকের মতই একটি মাত্র ম্যাচে ১০ বলে হতাশাজনক পারফর্মম্যান্স ইতি ঘটায় মোহাম্মদ আশরাফুলের আইপিএল অধ্যায়ের।

মাশরাফি বিন মর্তুজাঃ আজ পর্যন্তও আইপিএলের নিলাম অনুষ্ঠিত হলে শাহরুখ খান-প্রীতি জিনতার ২০০৯ সালের নিলামে প্রতিযোগিতার সেই ঘটনা সবার সামনে চলে আসে।ঘটনার নেপথ্যে মাশরাফি বিন মর্তুজা। ৬ লাখ মার্কিন ডলারের বিনিময়ে সেবার মাশরাফিকে নিয়েছিলো বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।ভারতের লোকসভা নির্বাচন ইস্যুতে সেবার দক্ষিন আফ্রিকায় বসে আইপিএল এর দ্বিতীয় আসর। একটি মাত্র ম্যাচ ও শেষ ওভারে ২১ রান। সেই লজ্জার রেকর্ড মাশরাফির আইপিএল ক্যারিয়ার অভিষেকেই শেষ করে দিয়েছিলো।

তামিম ইকবালঃ সুব্রত রয় সাহারার ফ্র্যাঞ্জাইজি ২০১২ সালে আইপিএল এ পুনে ওয়ারিওর্স ইন্ডিয়াতে ডাক পান বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান। আইপিএলের পঞ্চম আসরে স্কোয়াডে থেকেও কোন ম্যাচে মাঠে নামায়নি টিম পুনে।

মুস্তাফিজুর রহমান: কাটার মাস্টার নামে খ্যাত মুস্তাফিজুর রহমান যাকে ভক্তরা ভালোবেসে ডাকে দ্যা ফিজ। ২০১৬ সালে প্রথমবার ডাক পাওয়া মুস্তাফিজ হয়েছিলো টুর্নামেন্ট এর সেরা উদীয়মান খেলোয়াড়। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে রাজস্থান রয়্যালস। ৩ টি ভিন্ন ফ্র‍্যাঞ্জাইজিতে মুস্তাফিজের ৩৮ ম্যাচে সাড়ে ৮০০ টি ডেলিভারি।।সাথে ৩৮ টি উইকেট। আছে পাঞ্জাব কিংস এর বিপক্ষে ম্যান অব দ্যা ম্যাচ এ্যাওয়ার্ড , যা দেখেছিলো হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম।

সাকিব আল হাসানঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ টি আইপিএল মৌসুম, ৭১ টি ম্যাচ, ৮০০র মত রান সেইসাথে ৬৩ উইকেট। রাজস্থান রয়্যালস ও পুনের বিপক্ষে ম্যান অব দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড সহ দুইবার ওপার বাংলার শহর কলকাতাকে ভারতবর্ষের চ্যাম্পিয়ন করতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। সাকিব সার্বিক আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা একজন অলরাউন্ডার ও বটে। আন্তর্জাতিক ক্রিকেটের মত ফ্র‍্যাঞ্জাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে আলোচিত এই টুর্নামেন্টেও সাকিব রঙ্গিন।

রাজ্জাক থেকে মুস্তাফিজ। অনেকেই এসেছেন ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে। আগামীতে বাংলাদেশের আরো অনেক প্রতিভাবান তরুন টাইগারদের দর্শন পাওয়া যাবে এই টুর্নামেন্টে। ইডেন গার্ডেন থেকে ওয়েংখেড়ে, মাঝে চিন্নাস্বামী অথবা চিদাম্বারা কিংবা অরুন জেটলি হয়ে মোহালি বাংলার টাইগাররা মাতিয়ে রাখুক ভারতবর্ষ তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে।

 

বার্তাবাজার/ এম এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর