৮ ভারতীয় তরুণ-তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর!

খাগড়াছড়িতে রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ ভারতীয় তরুণ-তরুণীকে আটক করার দুদিন পর দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

শনিবার রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪৩ বিজিবির রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জয়েন উদ্দীন এবং বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কাঁঠালছড়ির এমএল ইন্সপেক্টর রনওয়া।

হস্তান্তরকৃতরা হলো- বায়খোড়া থানার উত্তর ইছাছড়া গ্রামের কেওঘ্য মগের ছেলে রাহুল মগ (২৭), কমগপাড়া গ্রামের সুধা মগের মেয়ে নবম শ্রেণির ছাত্রী মনি (১৭), মংলা মগের মেয়ে ১০ শ্রেণির ছাত্রী সামাপ্রু (১৯), আকিয়ামগ পাড়ার উমাচাই মগের মেয়ে ১০ শ্রেণির ছাত্রী অথৈ মগ (১৯), তার বোন নবম শ্রেণির ছাত্রী উচাং মগ (১৮), অংচাপ্রু মগের মেয়ে দশম শ্রেণির ছাত্রী কনিকা মগ (১৮), নিতচাপ্রু মগের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী আখ্যয় মগ (১৮), রেধা মগের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী চিংভাই মগ (১৮)।

এর আগে গত ২১ মার্চ বিকাল ৪টায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকে আটককৃতদের বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করতে চাইলে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর গত দুদিন আটককৃতদের রামগড় বালিকা বিদ্যালয়ের হেফাজতে রাখা হয়েছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর