নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল সারে ৪টার দিকে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান সাংবাদিকদের আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সারে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৪টা ৪৫ মিনিটের সংবাদে মোট ১০টি ইউনিট অগ্নি নির্বাপণে জন্য কাজ করছে।
তিনটি দোতলা ভবন-এর প্রথম এবং দ্বিতীয় তলা গুলোতে আগুন জ্বলছে বলেও জানা যায়। তবে এখন পর্যন্ত তাৎক্ষণিক হতাহত ও আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।
বার্তাবাজার/জে আই