ভোটার ৪২৮জন:  পুলিশ মোতায়েন ৩০০!

 

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন হলেও শিল্পীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে ৩০০ জন। এ নিয়ে শিল্পী সমিতির অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। সেখানে মাত্র ৪২৮ জন ভোটারের জন্য ৩০০ পুলিশ বাহিনী মোতায়েন ব্যাপারটা কেমন জানি গোলমেলে । এ নির্বাচনেতো কোনো সংঘাত হওয়ার প্রশ্নই আসে না। এটি শিল্পীদের একটি মিলন মেলা। তবে কেনো এত প্রশাসন থাকবে?

 

নায়ক ও সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন এতো পুলিশ মোতায়নের প্রয়োজন ছিলো না।

 

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ভোট শুরুর আগেই বিভিন্ন স্থানে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। বিশেষ করে এফডিসির মূল ফটকের দুইপাশেই রয়েছেন সারিবদ্ধ পুলিশ সদস্য।

 

বার্তাবাজার/আর এম সা 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর