আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নির্বাচনি কার্যালয় ভাঙচুর

 

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয় ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বরিশালের মেহেন্দিগঞ্জে এ ঘটনা ঘটে

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উলানিয়ার কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সেন্টু মাঝি , তারেক সরদারের ২০০ লোক রামদা ও লঠিসোটাসহ কালীগঞ্জ বাজারে প্রবেশ করলে লোকজন ভীত হয়ে ছুটাছুটি শুরু করে। তারা মিলন চৌধুরীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার দোকানের ফল ও আমাকে মারধর করেছেন।

অভিযুক্ত তারেক সর্দারের মামা হাবিবুর রহমান লিটন বলেন, তারেক সরদার হামলা করেনি। উল্টো তারেকের ওপর মিলন চৌধুরীর লোকজন হামলা করেছে। এখন সাংবাদিকদের কাছে মিথ্যা বলছে। তারেক অনেক দিন পর এলাকায় এসেছে। তাই সে ও তার লোকজন প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা বলেন,

দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কারও নির্বাচনি কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর আমরা পাইনি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমআই/টিআই

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর