ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখতে রাশিয়া প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ন্যাটোর সামরিক জোটে ইউক্রেনকে না নেয়ার দাবি জানিয়েছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট তা প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে

প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে ইউক্রেন সীমান্তে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহুর্তে আক্রমন চালাতে পারে রুশ সেনারা। তবে রাশিয়া দাবি করে আসছেন তাদের হামলা করার কোন পরিকল্পনা নেই।

রাশিয়া স্পষ্ট করেই বলেছে, ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না দেওয়ার প্রতিশ্রুতি মস্কো লিখিতভাবে চায়। এমনকি সোভিয়েত ইউনিয়নের সাবেক এই প্রদেশে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে না, এমন প্রতিশ্রুতিও চায় রাশিয়া।

তবে ব্লিংকেন বলেছেন, তার দেশের মূল নীতিতে কোনো অস্পষ্টতা নেই। যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেওয়ার অধিকার রক্ষার পক্ষে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,

‘কূটনৈতিক পথে’ আসার আহ্বান জানাচ্ছেন, আর রাশিয়ার তা গ্রহণ করা উচিত।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর