নির্বাচন কমিশন গঠন, বিল পাসের জন্য প্রস্তাব

বহুল বিতর্ক ও আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠনে চুড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব এনেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি বিবেচনার জন্য অনুরোধ করে এবং স্পিকার তার অনুমোদন দেয়।

সেসময় নিয়ম অনুযায়ী, আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্থাব করেন পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শুরু করেন।

বিএনপি, জাতীয় পার্টি , জাসদ ও ওয়ার্কাস পার্টির বভিন্ন সংসদ সদস্যরা বিলের উপর এসব প্রস্তাব দেন।

জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো পাসের সময় জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা সার্চ কমিটিতে সংসদের প্রতিনিধিত্ব দাবি করেন। বিলটির নানা দিকের সমালোচনা করেন তারা।

বিলটি পাসের পর রাষ্ট্রপতির সই করবেন। এর পর গেজেট আকারে প্রকাশ হলেই প্রথমবারের মত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন পাবে বাংলাদেশ।

এর আগে গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে বিলটির দুটি ধারায় আংশিক পরিবর্তনের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেয়। সংসদের বৈঠকে সুপারিশসহ বিলটির ওপর সংশোধিত প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর