জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক চায় ইইউ’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কমিশন গঠন প্রক্রিয়াসহ সার্বিক দিক আমরা পর্যবেক্ষন করছি।

তিনি আরো বলেন, আমরা চাই এই নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হোক। সকল দলের উপস্থিতিতে নির্বাচন হোক। এই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের ভূমিকা খুব ইতিবাচকভাবে রাখবে বলেও আশা করি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে ইইউ রাষ্ট্রদূত বলেন, আমরা চাই রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। আমরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে কাজ করছি। এসময় বাংলাদেশের প্রসংশা করে বলেন, বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের পাশে দাড়িয়েছে তা প্রসংশনীয়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর