উপ-নির্বাচনে নেই ভোটার উপস্থিতি

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রেজাউল করিম শাহীন চৌধুরী এবং তার বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী মহসীন মিয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ৬৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এই নির্বাচনে মোট ১ লাখ ৮৩ হাজার ২শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও কোন কেন্দ্রেই তেমন ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।

সরজমিনে ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের অপেক্ষায় প্রিজাইডিং, পুলিং ও আনসার সদস্যরা বসে রয়েছে। দীর্ঘ সময় পর পর ২-১ টি ভোট পড়ছে। ভোটারদের লাইনের সারিগুলো ফাঁকা পড়ে আছে।

উপজেলার আমগ্রাম ইউনিয়নের সাফিয়া শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক এর সাথে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২শ ভোটের মতো কাস্ট হয়েছে।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৩ই জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়ার মৃত্যু হয়। তার পরই ডিসেম্বর মাসে উপ নির্বাচনের ঘোষনা দেন নির্বাচন কমিশন।

আকাশ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর