২৪ ঘন্টা পর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আর মাত্র ২৪ ঘন্টা বাকি। সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে কে হারবে কে জিতবে। বুধবার শেষ হচ্ছে শিল্পী সমিতির নির্বাচনি প্রচারণা। এই শেষ সময়ে দুই প্যানেলের প্রার্থীরাই ব্যস্ত হয়ে উঠেছেন প্রচারণায়। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) দেশীয় চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি বিএফডিসিতে হবে শিল্পীদের এই নির্বাচন। এই নিয়ে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা শেষে দুই পক্ষই বলছে, সম্প্রীতি ও সৌহার্দ্যের কথা। দুই প্যানেলের পক্ষ থেকেই বলা হচ্ছে- ফলাফল যাই হোক। শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেই।

নির্বাচনকে ঘিরে রয়েছে রীতিমত সরগরম সিনেমা অঙ্গন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের প্রার্থীরা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন একপর্যায়ে কার্যকরী সদস্য প্রার্থী নায়ক ফেরদৌস বলেন, ‘পরিবর্তন ও পরিবর্ধনের জন্য কাঞ্চন-নিপুণ প্যানেলের বিকল্প নাই। এজন্যই আমরা এই পরিষদকে সমর্থন দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি শতভাগ সততার সাথে আমাদের দেয়া ইশতেহারের কথাগুলো কার্যকর করব। ইশতেহারে যেসব কথা বলা হয়েছে, সেগুলো আমরা অনেক ভেবে চিন্তেই করেছি। ভালোবাসার তাগিদ থেকেই করেছি। আমরা শিল্পী ও তার মর্যাদায় বিশ্বাসী।’

ফেরদৌস আরও যোগ করেন, ‘আমরা মুখে একটা বলে অন্যটা করার মানুষ নই। এর আগে আপনারা দেখেছেন, অনেকের কথা শুনেছি- সামনে এসে মুখে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু পেছনে গিয়েই অন্য একটা চেহারা। এই দ্বিমুখী লোক যেন ক্ষমতায় না আসে, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’

চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘এখানে উৎসবের আমেজ। অনেক ভালো লাগছে। আমরা যখন কাজ করেছি সেসময়ের সবাই এসেছে। আমাদের শিল্পীরা ভালো কাজ উপহার দিবে।’

নির্বাচন উপলক্ষ্যে বহুদিন পর এফডিসিতে আসেন সোনালী যুগের তারকারা। শিল্পী-কলাকুশলীদের পদচারণায় মুখরিত এফডিসিতে এসে পাচ্ছেন হারানো দিনের আমেজ।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর