ইভিএম ভোট চুরির বাক্স না এটা ডাকাতির বাক্স: তৈমূর

ইভিএমকে আগে আমি ভোট চুরির বাক্স মনে করতাম নির্বাচন শেষে এখন মনে হচ্ছে চুরির না এটি মূলত ভোট ডাকাতির বাক্স বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। নির্বাচনে যদি ইভিএম থাকে তাহলে কেউ যেন ওই নির্বাচনে কেউ না যায়। বুধবার (২৬ জানুয়ারি) তার নিজ পেশায় (হাইকোর্ট) ফিরে এসব কথা বলেন তৈমূর খন্দকার।

তৈমূর বলেন, একসময় নিয়মিত কলাম লিখতাম। রাজনীতিতে ছিলাম একেবারে সক্রিয়। এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন নিয়ে কাজ করতাম। শুধু তাই নয় জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান ছিলাম। জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যানও ছিলাম। দেশের জাতীয় চারটি পত্রিকা থেকে আমার কলাম বের হতো। বর্তমানে আমি আমার মূল পেশায় আছি। নাসিক নির্বাচনে আমার পক্ষে কাজ করা ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জামিনের জন্য কাজ করছি। আগের মতো আবারো আইন পেশায় কাজ করে যাবো।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর