মঠবাড়িয়ায় জনবহুল এলাকায় অবৈধ ইটের পাঁজা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওয়াহেদাবাদ গ্রামে অবৈধ ইটের পাঁজা চালু করা হয়েছে। লক্ষাধিক ইট তৈরি করে এগুলো পোড়ানোর জন্য কাঠ সংগ্রহ করা হয়েছে।

মিরুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন মুন্সীর ছেলে আহমেদ আলীম ইটপাঁজাটির মালিক।

মিরুখালী বাজার সংলগ্ন নাগ্রাভাঙ্গা সড়কের আবাসিক এলাকায় পরিবেশের জন্য হুমকিস্বরূপ এ অবৈধ ইটপাঁজা বন্ধ না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, ইটপাঁজার ব্যাপারে আমি কিছু জানি না। আমার ছেলে জানে। তবে তার ছেলে আহমেদ আলিমকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক আব্দুল হালিম জানান, এ অবৈধ ইটপাঁজাটির বিরুদ্ধে খুব শীঘ্রই পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর