শাবিপ্রবির সব সমস্যা ক্ষতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে সব সমস্যা ক্ষতিয়ে দেখা হবে। সাথে এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থা নেওয়া হবে।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনে দীপু মণি এসব কথা বলেন।

দীপু মণি বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে তা সমাধান করা হবে। সেই সাথে জড়িতদের আইনের আওতায়া আনা হবে। এসময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার আহ্বান জানান।

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলে নানা সমস্যা নিয়ে হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদকে ফোন করে জানালে তিনি তা সমাধান না করে শিক্ষার্থীদের তাচ্ছিল্য এবং অপমান করে। এরপর গত ১৪ জানুয়ারি থেকে প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। প্রভোস্টের পদত্যাগের ওই আন্দোলন শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের জেরে পরবর্তীতে ভিসির পদত্যাগ আন্দোলনে রূপ নেয়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর