সরকারের ভাবার সময় নেই

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মন্তব্য করেছেন ক্ষমতাসীন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে প্রক্রিয়ায় দুর্নীতির সূচকের ধারণা তৈরি করে, তা স্বচ্ছ নয় তাঁদের মতে, টিআইয়ের প্রতিবেদনে এ দেশের প্রকৃত চিত্র উঠে আসেনি। ফলে এ প্রতিবেদন সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন,

‘যাদের নিজেদের কর্মকাণ্ডই স্বচ্ছ নয়, তাদের প্রতিবেদন নিয়ে শেখ হাসিনা সরকার বা এ দেশের জনগণ চিন্তিত নয়।

দেশের দুর্নীতি নিয়ে টিআইবির হতাশা প্রকাশ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন,

‘তারা হতাশার দলেই থাকুক। দেশের মানুষ শেখ হাসিনাকে আশার বাতিঘর হিসেবে দেখে। সেই বাতিঘরকে লক্ষ্য করেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা তাদের কল্পনার জগতে বাংলাদেশের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ দেখছে। এটা একান্তই তাদের চিন্তা। এর সঙ্গে এ দেশের জনগণের কোনো সম্পর্ক নাই। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হয় নাই, অর্থনৈতিক সূচকে এগিয়ে যাচ্ছে না, এটা তো অনেক বড় শত্রুও বলতে পারছে না। তারা তাদের কথা বলতে থাকুক। তাদের নিয়ে এত চিন্তা-ভাবনা করে সময় ব্যয় করার মতো সময় সরকারের বা জনগণের আছে বলে আমার মনে হয় না। ’

 

বার্তাবাজার/আর এম সা 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর