দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার দুর্গাপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে চার দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঝানজাইল বাজারের বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চার ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শাহ আলম। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিধি ও জেলা পুলিশ লাইনের একটি টিম।

সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, ভেজাল পন্য ও মেয়া‌দোত্তীর্ণ বিভিন্ন পন্য দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাজারের চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।

রাজেশ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর