ঢালাইয়ের একদিন পরই ফাটল সড়ক, প্রকৌশলী বলছে অনিয়ম হয়নি

চট্টগ্রামের সীতাকুণ্ডের মান্দারীটোলা সি সড়কে ঢালাইয়ের ঠিক একদিন পরই ফাটল ধরেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সেটা ঢাকার জন্য চলছে জোড়াতালিও। রাস্তাটির সংস্কারে পুরাতন কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

দুটি প্রকল্পের মাধ্যমে ১৩ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার ১৮৩ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে রাস্তাটি। এছাড়াও সড়কের আশপাশে অবস্থিত শিল্পকারখানার মালিকরা নিজেদের অর্থায়নে সড়কের নালা ও কালভার্ট তৈরি করে দিয়েছেন। এর পরও সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ বিরুদ্ধে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান,

আমার জানা মতে রাস্তা নির্মাণে কোন অনিয়ম হয়নি। যদি এরকম কোন অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর