শাবিপ্রবির সব খাবারের দোকান বন্ধ

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে চলছে আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই এসব খাবার দোকান বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই খাবারের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকত, তবে মঙ্গলবার প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ রয়েছে বলে জানান শিক্ষার্থীরা জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,

আজ মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরের খাবারের দোকানগুলো বন্ধ দেখা যায়। দোকানদাররা প্রশাসনের নির্দেশনার অযুহাত দেখিয়ে দোকান খুলছেন না। আমাদের ধারণা, চলমান আন্দোলন বন্ধ করার জন্য এই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা এই দোকানগুলো থেকে নিয়মিত খাবার গ্রহণ করতেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর