দেশে আরও ১৮ জনের মৃত্যু

আজ সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্য বেড়েছে। যা গেলো ২৪ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮জন। ২৪ঘন্টায় নমুনা পরিক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। আজ সারা দেশে ২৪ ঘণ্টায় ৮৬০টি ল্যাবে ৪৯ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে দাঁড়াল। পাশাপাশি একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ২৫৬ জনে দাঁড়াল।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০৯৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ যা আজকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর